চুঁচুড়া-মগরা: চুঁচুড়াতেও ভূমিকম্প কম্পন অনুভব করাই বাড়ি থেকে বেরিয়ে আসে বহু মানুষ
চুঁচুড়াতেও ভূমিকম্প। শুক্রবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতা শহর। কলকাতার পাশাপাশি ভূমিকম্প হয় চুঁচুড়াতেও। চুঁচুড়া শহরের বহু মানুষ কম্পন অনুভব কড়াই বাইরে বেরিয়ে আসে। তবে ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির খবর মেলেনি।