জলঙ্গি: জলঙ্গিতে টোটোযাত্রা থেকে প্রেম, তারপর বিয়ে ! শেষে স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে ধরনা
টোটোযাত্রা থেকে প্রেম, তারপর বিয়ে শেষে স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে ধরনা । রবিবার রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রায় চার বছর আগে বিয়ে হয়েছে কিন্তু স্ত্রীর মর্যাদা দিতে নারাজ স্বামী। তাই মর্যাদা পাওয়ার জন্য স্বামীর বাড়িতে গিয়েই ধরনায় বসলেন স্ত্রী। মুর্শিদাবাদের জলঙ্গীর যতকানাই এলাকায় ঘটনা।