বলরামপুর: বলরামপুর থানার পুলিশ ও আফগারী বিভাগের যৌথ অভিযানে সিরিঙ্গি(শিরগি)গ্রামে১১২টি গাঁজা গাছ উদ্ধার
বলরামপুর থানার পুলিশ ও সার্কেল আবগারি দপ্তরের যৌথ অভিযানে বলরামপুরের পাহাড়তলির গ্রাম সিরিঙ্গি(শিরগি)থেকে ১১২টি গাঁজা গাছ উদ্ধার।অভিযানে উপস্থিত ছিলেন বলরামপুর আই সি, জেলা ও বলরামপুর আফগারী দপ্তরের আধিকারিকেরা।