খয়রাশোল: নাকড়াকোন্দায় বাড়ি বাড়ি পৌঁছে S.I.R. সহায়তা, তৃণমূলের উদ্যোগে নজর কাড়লেন কাঞ্চন দে
তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খয়রাশোল ব্লকের নাকড়াকোন্দা অঞ্চলে বুধবার আয়োজিত হল S.I.R. সহায়তা কেন্দ্র। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও সঠিকভাবে S.I.R. ফর্ম পূরণ করতে পারেন, সেই লক্ষ্যেই এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত হয়ে স্থানীয়দের প্রয়োজন অনুযায়ী দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করা হয়। এদিন নাকড়াকোন্দা অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের হাতে-কলমে ফর্ম পূরণে সহায়তা করেন খয়রাশোল ব্লক তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য কাঞ্চন দে।