পাঁশকুড়া: মহৎপুর বাইপাসের কাছে জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত ৪
আজ মহৎপুর বাইপাসের কাছে জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হল ৪ জন।এদিন নারান্দা থেকে একটি বাইকে ৪ জন ও অন্য একটি বাইকে ৩ জন পাঁশকুড়ার পার্কে বেড়াতে আসার পথে রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।গুরুতর আহত হয় নারান্দার বাসিন্দা শেখ বাসীর,শেখ সাহেব ও রানিয়াড়ার বাসিন্দা ইন্দ্রজিৎ মাইতি, আকাশ মাইতি।তাদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে তমলুকে স্থানান্তরিত করা হয়।