মেদিনীপুর: দক্ষিণ ঢেকিয়া এলাকাতে এসআইআর আতঙ্কে আদিবাসী ব্যক্তির মৃত্যুর অভিযোগ! মেদিনীপুরে সরব অজিত মাইতি
খড়গপুরের দক্ষিণ ঢেকিয়া এলাকাতে সোমবার ভোরে এক আদিবাসী ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে দাবি ওই এলাকার বিধায়ক অজিত মাইতির। তিনি বলেন-এস আই আর আতঙ্কে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। ২০০২ এর তালিকাতে কারোই ওই আদিবাসী পরিবারের নাম ছিল না। সেই আতঙ্ক থেকেই এই ঘটনা ঘটেছে বলে মেদিনীপুরে দাবি করেছেন তিনি।