গোপন সূত্রের ভিত্তিতে রায়গঞ্জ থানার পুলিশ দক্ষিণ গোয়ালপাড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ আলি মোহাম্মদ নামে এক যুবককে গ্রেফতার করে। বুধবার গভীর রাতে তাকে আটক করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবক আরও কোনও অসামাজিক কাজে যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।