সাঁইথিয়া: আজ বুধবার সাঁইথিয়ায় বিভিন্ন ওয়ার্ডে বিতরণ হল এস.আই.আর ফর্ম
আজ বুধবার আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ বীরভূম জেলার সাঁইথিয়া শহরের ৩, ৯ ও ১৬ নম্বর ওয়ার্ডে শুরু হল ভোটার তালিকা হালনাগাদের কাজ। এলাকার মানুষকে দেওয়া হয় এস.আই.আর (বাংলার ভোট রক্ষা শিবির) ফর্ম। উপস্থিত ছিলেন সাঁইথিয়ার বিধায়িকা লীলাবতী সাহা, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ সাহা ও ব্লক লেবেল অফিসাররা।