আরামবাগ: প্রত্যন্ত গ্রামীন এলাকায় পরিষেবা পৌঁছে দিতে আরামবাগে উদ্বোধন হল ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের
প্রত্যন্ত গ্রামীন এলাকায় পরিষেবা পৌঁছে দিতে আরামবাগে উদ্বোধন হল ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের।সোমবার ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবার শুভ উদ্বোধন হল তিরোল GP'র কৃতিচন্দ্রপুর জুনিয়র হাইস্কুলে।জানা গেছে,আরামবাগ ব্লকের ১৩টি অঞ্চলের প্রত্যন্ত গ্রামে পৌঁছে এই ভ্রাম্যমান গাড়ি চিকিৎসা পরিষেবা পৌঁছে দেবে।উদ্বোধন উপলক্ষে কৃতিচন্দ্রপুরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়।সেখানে চিকিৎসা করাতে এসে খুশি গ্রামের বহু মানুষ।উপস্থিত BMOH,পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যানরা।