রানাঘাট ১: এক যুবতীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ, শান্তিপুর থেকে গ্রেফতার যুবককে জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত
এক যুবতীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ, শান্তিপুর থেকে গ্রেফতার যুবককে জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত। সূত্রের খবর, গত কয়েকদিন আগে শান্তিপুরের বাসিন্দা এক যুবতীর আত্মহত্যার ঘটনা সামনে আসে। সেই ঘটনার পর মৃত যুবতীর পরিবার এক যুবকের বিরুদ্ধে তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করে। আর সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। বুধবার পুলিশ ধৃতকে রানাঘাট আদালতে পাঠালে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।