মুর্শিদাবাদ জিয়াগঞ্জ: পানকৌড়ির দখলে প্রয়াত মন্ত্রী ছায়া ঘোষের বাড়ির সামনে পাকুর গাছ, দূষণে অতিষ্ঠ এলাকাবাসী
তারিখ : ২৩ নভেম্বর ২০২৫ | রবিবার | জিয়াগঞ্জ প্রয়াত মন্ত্রী ছায়া ঘোষের বাড়ির সামনের বহু বছরের পুরনো পাকুর গাছে বহুদিন ধরে বাদুড়ের বাসস্থান ছিল। কিন্তু কয়েক মাস ধরে ওই গাছে আর বাদুড়ের দেখা নেই। তাদের জায়গা দখল করে নিয়েছে এক ঝাঁক পানকৌড়ি। প্রতিদিন ভোরে ভাগীরথী নদী থেকে মাছ শিকার করে এই পাখিরা ওই পাকুর গাছের ডালে বসে আহার সারে এবং এটিকেই নিজেদের স্থায়ী বাসস্থান হিসেবে ব্যবহার করছে। এই অবস্থায় চরম সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষজন। গাছের নিচ দিয়ে য