কোচবিহার ১: আজ রাসমেলার শেষ দিন, আগামীকালের মধ্যে মাঠ ফাঁকা করতে বলা হয়েছে ব্যবসায়ীদের, কোচবিহারে জানালেন পৌরসভার চেয়ারম্যান
আজ মেলার শেষ দিন, কালকের মধ্যে মাঠ ফাঁকা করতে বলা হয়েছে ব্যবসায়ীদের, বৃহস্পতিবার জানালেন পৌরসভার চেয়ারম্যান। উল্লেখ্য চলতি মাসের ৬ তারিখে শুরু হয়েছে কোচবিহারের ঐতিহ্যবাহী রাস মেলা। এ বছর ১৫ দিনের মেলা তাই আজ মেলার শেষ দিন। এ প্রসঙ্গেই কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ব্যবসায়ীদের বলা হয়েছে আজ রাত থেকে নিজেদের পসরা গুটিয়ে নিতে। আগামীকালের মধ্যে যাতে মাটি ফাঁকা করা যায়। এরপর রাস মেলা ময়দান জেলা শাসকের কাছে হস্তান্তর করতে হবে।