রাজগঞ্জ: শালবাড়ি মোড়ে প্রাত:ভ্রমণ করতে বেড়িয়ে হাতির সামনে পড়ে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলার,এলাকায় আতঙ্ক
শালবাড়ি মোড়ে প্রাত:ভ্রমণ করতে বেড়িয়ে হাতির সামনে পড়ে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলার। পুলিশ সুত্রেই জানা গিয়েছে মৃতা মহিলার নাম লিপিকা রায়(২৬)।বাড়ি বাতাবাড়ি একনং গ্রামপঞ্চায়েতের শালবাড়ি মোড় খরিয়ারবন্দর বস্তিতে। এঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে , রবিবার রাতে দুটি হাতি শালবাড়ি মোর সংলগ্ন এলাকায় চলে আসে। ভোরবেলা হাতিগুলি জনবসতি এলাকা থেকে খরিয়ার বন্দর জঙ্গলের দিকে ফিরছিল। সেই হাতির সামনে পড়ে যায় লিপিকা রায়।