সাঁইথিয়া: সাঁইথিয়ায় ভোটারদের উপস্থিতি বাড়ছে, SIR শিবির তৃতীয় দিনে সক্রিয়
সাঁইথিয়া ব্লকের ছয়টি অঞ্চলের প্রতিটি ক্যাম্পে তৃতীয় দিনে সাধারণ ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ছে। দলীয় সদস্যরা ভোটারদের সহযোগিতা করছেন, আর BLA2-এর সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে BLO-দের সঙ্গে কাজ করছেন এবং ভোটারদের আশ্বস্ত করছেন। শিবিরে উপস্থিত ছিলেন সাঁইথিয়া বিধায়িকা লীলাবতী সাহা, ব্লক সভাপতি এমডি সাবের আলী খান এবং সরকারি BLO-সহ অন্যান্য কর্মকর্তা