ধূপগুড়ি: নিউ খুনিয়া বস্তি এলাকা থেকে উদ্ধার হল ১৫ ফিটের কিং কোবরা সাপ,এলাকায় চাঞ্চল্য
নিউ খুনিয়া বস্তি এলাকা থেকে উদ্ধার হল ১৫ ফিটের কিং কোবরা সাপ। শনিয় বিকেল চারটা নাগাদ স্থানীয় বাসিন্দারা জনবসতি এলাকার একটি ঝোপের মধ্যে ওই কিং কোবরাটিকে দেখতে পায়। খবর পেয়ে এলাকায় আসে চালসার সর্পপ্রেমী যুবক দিবস রাই ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। সকলের প্রচেষ্টায় প্রায় আধ ঘন্টা পর কিং কোবরা টিকে উদ্ধার করা হয়। কিং কোবরাটি সুস্থ থাকায় এই দিন বিকেলে সেটিকে চাপড়ামারি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে।