কুমারগ্রাম: বারবিশায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বীর বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী পালন করা হল
বারবিশায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বীর বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী পালন করা হল। শনিবার সকালে বারবিশা চৌপথীতে অবস্থিত বীর বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ভল্কা-বারবিশা ১ নম্বর অঞ্চল সভাপতি কৌশিক দাস, ভল্কা-বারবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজীব তির্কি সহ অন্যরা। বীরসা মুন্ডার জীবনী, কর্মজীবন ও আদর্শ নিয়ে এদিন সংক্ষিপ্ত আলোচনা করেন তৃণমূল নেতৃত্ব।