কৃষ্ণগঞ্জ: শীতের আমেজ পড়তেই মাজদিয়া গুড়ের হাটে গুড়ের হাঁড়ি আর শিউলিদের ভীড়
শীতের সকাল কুয়াশার চাদরে ঢাকা মাজদিয়া গ্রামের পথঘাট, মাঠের ধারে ধোঁয়া উঠছে চুল্লি থেকে—শিউলিরা খেজুর রস জ্বাল দিচ্ছে বড় বড় পেতলের হাঁড়িতে। ভোরবেলা থেকেই ব্যস্ত তারা। রসের মিষ্টি গন্ধ মিশে যাচ্ছে শীতের হাওয়ায়, প্রতিদিনের মতো আজও শিউলিরা গুড়ের হাঁড়ি নিয়ে রওনা হলেন মাজদিয়ার গুড়েরহাটে। এই হাটের নাম এখন সারা কৃষ্ণগঞ্জেই বিখ্যাত, খেজুর গাছের রস থেকে তৈরী এই গুড়ের জন্য শীতের অপেক্ষায় থাকে এলাকার মানুষজন তবে এবারের গল্পটা একটু আলাদা। নাভি বর্ষায় গা