কালচিনি: দক্ষিণ লতাবাড়ি এলাকায় ফের হাতির আক্রমণে আহত এক যুবক
ফের হাতির আক্রমণে আহত কালচিনি ব্লকের দক্ষিণ লতাবাড়ির এক যুবক। এ নিয়ে গত এক সপ্তাহে এই এলাকার দুজন হাতির হানায় জখম হলেন। এ নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার সকাল ন'টা নাগাদ এলাকার বাসিন্দারা জানান এদিন ভোর সকালে জঙ্গল থেকে লোকালয়ে হানা দেয় হাতি। সে সময় ধানের জমিতে ছিলেন এলাকার এক বাসিন্দা যোগী খারিয়া।আচমকা হাতি এসে তার ওপর হামলা করে।এ ঘটনায় গুরুতর জখম যোগীকে বনকর্মীরা কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে জায়।