ধূপগুড়ি: নাগরাকাটা থানার কালিমন্দির চত্বরে বন্যাদুর্গত পরিবারদের কম্বল দেওয়া হয়েছে, উপস্থিত আইসি কৌশিক কর্মকার
উত্তরবঙ্গের একাধিক এলাকার বন্যা দূর্গতদের কম্বল দিল সরকারী শিক্ষক শিক্ষিকাদের দ্বারা পরিচালিত বিনামূল্য অন লাইনে পড়ানোর প্লাটফর্ম মিশন মাধ্যমিক। বৃহস্পতিবার জলপাইগুড়ি, ধূপগুড়ি, বানারহাট, নাগরাকাটা ও শিলিগুড়ি মিলিয়ে ২০০ কম্বল বিতরণ করেন শিক্ষক শিক্ষিকারা। এদিন বিকেল চারটা নাগাদ নাগরাকাটা থানার কালী মন্দির চত্ত্বরে এই উপলক্ষ্যে একটি কর্মসূচীরও আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আইসি কৌশিক কর্মকার, নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর।