ভগবানগোলা ১: গোপন অভিযানে ধরা সাত জুয়ারি! রাতের অন্ধকারে রানিতলা থানার তৎপরতা, উদ্ধার নগদ টাকা ও জুয়ার সরঞ্জামৎ
ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখেই গোপনে জুয়ার আসর বসিয়েছিল একদল জুয়াড়ি। কিন্তু শেষ পর্যন্ত সেই পথই নিয়ে গেল তাদের পুলিশের জালে। বৃহস্পতিবার ভোররাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ভগবানগোলা থানার পুলিশ রামকান্তপুর এলাকার একটি আমবাগানে হানা দেয়। বহুদিন ধরে ওই এলাকায় জুয়া খেলার অভিযোগ উঠছিল। সেই সূত্রেই পুলিশ সতর্ক নজর রাখছিল। পুলিশ সূত্রে জানা যায়, আমবাগানের নির্জন অংশে পাঁচজন জুয়াড়ি জুয়ার সরঞ্জাম বিছিয়ে খেলা চলাকালীনই পুলিশ অভিযানে ঝাঁপিয়ে পড