আলিপুরদুয়ার ১: আলিপুরদুয়ার হাসপাতালে দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে খুব শীঘ্রই
আলিপুরদুয়ার জেলা হাসপাতালে জল নিকাশি ব্যবস্থার জন্য ড্রেন তৈরি হলে দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। নিকাশি ব্যবস্থা ঠিক হলে হাসপাতাল চত্বরে আর নোংরা জল ঢুকবে না শনিবার বিকেল চারটে নাগাদ আলিপুরদুয়ারে জানালেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে সুপার পরিতোষ মন্ডল। প্রায় দুই কোটি টাকা ব্যয় করে তৈরি হচ্ছে নিকাশি নালা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলেছে।