পুরুলিয়ার রঘুনাথপুর ১নম্বর ব্লকের আড়রা গ্রাম পঞ্চায়েতের গোসাইডাঙ্গা চৌমাথা মোড়ে বিধায়ক তহবিলের আর্থিক সাহায্যে সৌর উচ্চ আলোক স্তম্ভের উদ্বোধন করলেন রঘুনাথপুর বিধানসভার বিধায়ক বিবেকানন্দ বাউরি। বিধায়ক বিবেকানন্দ বাউরি জানান,এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন দাবির পরিপ্রেক্ষিতেই আড়রা গ্রাম পঞ্চায়েতের গোসাইডাঙ্গা চৌমাথা মোড়ে ৩লক্ষ ৬৮হাজার আর্থিক সহায়তায় সৌর উচ্চ আলোক স্তম্ভের উদ্বোধন করা হয় এদিন জগদ্ধাত্রী পুজোর শুভক্ষণে।