আউশগ্রাম ২: এযেন অকাল উৎসব, 'একতারা’ হাট ঘিরে জমজমাট হয়ে উঠলো আউশগ্রামের গেঁড়াইয়ের ফুটবল ময়দান, হাটের উদ্বোধন করলেন ব্লক সভাপতি
এযেন অকাল উৎসব। ‘একতারা’ হাট ঘিরে শুক্রবার জমজমাট হয়ে উঠলো আউশগ্রামের গেঁড়াইয়ের ফুটবল ময়দান। এদিন আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ এই হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের সভাপতি শেখ আব্দুল লালন। সঙ্গে ছিলেন যুব নেতা সঞ্জু সহ অনান্যরা। জানা গিয়েছে, এখন থেকে সপ্তাহের প্রতি শুক্রবার গেঁড়াই ফুটবল ময়দানে বসবে এই হাট। সাংস্কৃতিক আবহের প্রতীক হিসেবে হাটের নামকরণ করা হয়েছে ‘একতারা’।