মেদিনীপুর: পুলিশের উপর আস্থা নেই, সিআইডি তদন্তের দাবি তুলবো; খড়্গপুরে নিজের বাড়িতে বললেন প্রহৃত বাম নেতা অনিল দাস
পুলিশের উপরের আস্থা নেই। এবার সিআইডি তদন্তের তন্তের দাবি তুলবো। মঙ্গলবার হাসপাতাল থেকে নিজের বাড়ি ফিরে রাতে সাংবাদিকদের ঠিক এমনটাই বললেন প্রহৃত বা নিগৃহীত বাম নেতা অনিল দাস। সোমবার স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলে তার উপর চড়াও হয়ে মারধর ও জুতোপেটা করেছিলেন।