আলিপুরদুয়ার ১: দুর্গম বক্সা পাহাড়ে অনুষ্ঠিত হবে ডুকপা জনজাতির লিভিং হেরিটেজ ফেস্টিভ্যাল,ডুয়ার্স কন্যায় পোষ্টার উন্মোচন করলেন DM,ADM
আগামী ২৮ নভেম্বর থেকে তিনদিন ব্যাপী বিশেষ অনুষ্ঠান হবে আলিপুরদুয়ার জেলার বক্সা পাহাড়ে।বক্সায় ডুকপা জনজাতির লিভিং হেরিটেজ ফেস্টিভ্যাল নিয়ে তোড়জোড় শুরু হয়েছে।সেই উৎসব সফল করতে চলেছে প্রচার। গত বছর থেকে এই উৎসব শুরু হয়েছে।সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় সেই উৎসবের পোষ্টার উন্মোচন করা হলো।এদিন উৎসব কমিটির সদস্যদের নিয়ে পোস্টার উন্মোচন করেন আলিপুরদুয়ারের জেলা শাসক আর বিমলা।