সাঁইথিয়া: দেউচায় খোলা আকাশের নিচে নিখরচায় পড়াচ্ছেন বিজেপি নেতা কৃষ্ণকান্ত সাহা
রাজনীতির পাশাপাশি সমাজসেবার মাধ্যমে নজির গড়েছেন সাঁইথিয়া বিধানসভার দেউচা এলাকার বিজেপি নেতা কৃষ্ণকান্ত সাহা। প্রান্তিক পরিবারের ছেলে-মেয়েদের বিনা পারিশ্রমিকে পড়াচ্ছেন তিনি। দেউচা বাসস্ট্যান্ড সংলগ্ন জাতীয় সড়কের ধারে মনোরম পরিবেশে খোলা আকাশের নিচে চলে এই অনন্য শিক্ষা উদ্যোগ। কৃষ্ণকান্ত বাবুর সঙ্গে এলাকার আরও তিন যুবক এই সমাজসেবামূলক কাজে যুক্ত রয়েছেন।