মঙ্গলকোট: জাতীয় সড়কে ঝুঁকি কমাতে সতর্কতা মঙ্গলকোটের কেশবপুরে, লোহার অ্যাঙ্গেলে ভর করে বিদ্যুতের কেবল আরও উঁচুতে তোলা হল
বর্ধমান বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়কের উপর ঝুলে থাকা বিদ্যুতের কেবল দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছিল। সেই বিপদ এড়াতেই মঙ্গলবার আনুমানিক দুপুর ১২টা নাগাদ মঙ্গলকোটের কেশবপুর এলাকায় লোহার অ্যাঙ্গেলের সাহায্যে কেবলটিকে আরও উঁচুতে তোলার কাজ শুরু করেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। পথচলতি মানুষ ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন সতর্কতামূলক পদক্ষেপ বলেই জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।