খয়রাশোল: “সবুজ পৃথিবীর স্বপ্নে বৃক্ষরোপণ কর্মসূচি” পালন খয়রাশোল গভর্মেন্ট আইটিআই কলেজে
আজ ২৪ শে নভেম্বর আনুমানিক সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে ‘পজিটিভ বার্তা’র উদ্যোগে এক বছরে এক কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে খয়রাশোল গভর্মেন্ট আইটিআই কলেজে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ স্থানীয়ভাবে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যরা জানান, তারা আগামী দিনে সারা ভারতবর্ষের প্রতিটি অঞ্চলে এই উদ্যোগ পৌঁছে দিতে বদ্ধপরিকর। পরিবেশবান্ধব এই কার্যক্রম সফল করতে সবার সহযোগিতারও আহ্বান জানানো হয়েছে।