জামালপুর: বাসের সাথে বাইকের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হলো এক বাইক আরোহী চকদিঘী এলাকায়
দ্রুত গতিতে বাইকে করে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হল এক বাইক চালক। ঘটনাটি ঘটেছে মেমারি তারকেশ্বর রোডের জামালপুরের ইলামবাজার সংলগ্ন এলাকায় চকদিঘী পঞ্চায়েত এলাকার। ঘটনাস্থল থেকে জামালপুর হাসপাতালে নিয়ে আসে বিকেল সাড়ে চারটে নাগাদ স্থানীয়রা আহতকে। গুরুতর আহত থাকায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে জামালপুর হাসপাতাল থেকে।