মেদিনীপুর: ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠ উপলক্ষে মেদিনীপুরে সাধুসন্তদের মহতী ধর্মসভা
পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠ মেদিনীপুরে, মেদিনীপুর শহরের স্যাম সংঘ পরিচালিত এই অনুষ্ঠানে উপস্থিত বহু সাধুসন্তরা। আজ শুক্রবার সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ মেদিনীপুর শহরের স্যাম সংঘ পরিচালনায় আয়োজন করা হয় এই বিশেষ গীতা পাঠ অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু সাধুসন্তুরা। সকলের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই ধর্ম সভা।