কুমারগ্রাম: জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে কামাখ্যাগুড়ি শহিদ ক্ষুদিরাম কলেজে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল
কামাখ্যাগুড়ি শহিদ ক্ষুদিরাম কলেজে মঙ্গলবার আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। আলিপুরদুয়ার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিচালনায় ওই শিবিরটি করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শ্বেতা শ্রীবাস্তব, শহিদ ক্ষুদিরাম কলেজের অধ্যক্ষ ডঃ শ্যামলচন্দ্র সরকার সহ অন্যরা। আইনি সচেতনতা শিবিরে কলেজের ছাত্রছাত্রীদের আইনি বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়।