ডোমকল: ডোমকলের কুমারপুর মাঠে বোমা উদ্ধার করল ডোমকল থানার পুলিশ
ডোমকলের কুমারপুর মাঠে বোমা উদ্ধার করল ডোমকল থানার পুলিশ। সোমবার সকালে জানা যায় গোপনে খবর পেয়ে রবিবার রাতে বোমার একটি জার উদ্ধার করে পুলিশ । তারপর থেকেই বোমার স্থান ঘিরে রাখে পুলিশ। খবর দেওয়া হয় বোম ডিষ্পোজাল ষ্কোয়ার্ডকে। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দুই সপ্তাহ আগে বোম সংক্রান্ত খবর দেওয়ার জন্য একটি মোবাইল নং প্রকাশ করে বিজ্ঞপ্তি দেই পুলিশ। তারপর থেকেই মুর্শিদাবাদ জেলা জুড়ে একের পর এক উদ্ধার হতে শুরু করে বোমা। দুই সপ্তাহে দুই হাজা