মঙ্গলবার বেলা বারোটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা থানা পরিদর্শনে উপস্থিত হলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালী। কয়েকদিন আগেই তিনি পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার হিসেবে গ্রহণ করেছেন। তারপরেই তিনি বিভিন্ন থানা এলাকা পরিদর্শন করছেন। সেই মতো তিনি মঙ্গলবারও ডেবরা থানায় এসে উপস্থিত হন। থানা চত্বর পরিদর্শন করার পাশাপাশি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথাও বলেন তিনি।