জলপাইগুড়ি: জলপাইগুড়িতে TMC নেতার জন্মদিনে উর্দি পড়েই সেলিব্রেশন পুলিশ আধিকারিকের,উর্দি পড়লেও ভেতরে TMC-র জার্সি বলে কটাক্ষ BJP
তৃণমূল নেতার জন্মদিনে উর্দি পড়েই সেলিব্রেশন পুলিশ আধিকারিকের। উর্দি পড়লেও ভেতরে তৃণমূলের জার্সি বলে কটাক্ষ বিজেপির। জলপাইগুড়িতে যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। গতকাল শনিবার ছিল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের তৃণমূল সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তিনি জন্মদিনের সেলিব্রেশনে কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানেই দেখা যাছে রাজগঞ্জ থানার এক পুলিশ আধিকারিক উর্দি পড়েই সেই সেলিব্রেশনে অংশ নিয়েছেন। তৃণমূল নেতা অরিন্দমকে কেক খাইয়ে দিচ্ছেন ওই