মাদারিহাট: রবিবার রাতে বীরপাড়া মদ সহ ধৃত ২ পাচারকারীকে সোমবার আদালতে পাঠাল পুলিশ
রবিবার গভীর রাতে বীরপাড়ার কলেজপাড়ায় মদ পাচারকারিদের একটি গাড়ি আটক করে বীরপাড়া থানার পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন বীরপাড়া থানার সাবইন্সপেক্টর দীপায়ন সরকার। একটি যাত্রীবাহী ছোট গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় ৫৪০ বোতল ভুটানি বিয়ার এবং ১২০ বোতল ভুটানি মদ। গ্রেফতার করা হয় পাচারকারি আদলাল শাহ এবং নুর আলমকে। দুজনই জলপাইগুড়ি জেলার নাগরাকাটার বাসিন্দা। সোমবার দুজনকে আদালতে পাঠানো হয়। বীরপাড়া থানার ওসি নয়ন দাস জানান, ওই চক্রে আর কারা জড়িত রয়েছে তা নিয়ে