বরজোড়া: বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ১, গুরতর আহত ১, হাটআসুরিয়া পঞ্চায়েতের ঘটনা, মৃতের নাম আকাশ বাউরি বয়স আনুমানিক ১৭
বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ১ জনের ,গুরুতর আহত ১ বড়জোড়া থানার হাট আশুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা । স্থানীয় সূত্রে খবর, হাট-আশুড়িয়া হাটতল আকাশ বাউরী, রানা বাউরী তারা হাটতলা থেকে পখন্না দিকে যাচ্ছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারাএকটি গাছে সজোরে ধাক্কা মারে। স্থানীয় তাদের উদ্ধার করে প্রথমে বড়জোড়া ও পরে BSMCH নিয়ে গেলে সেখানে আকাশ বাউরি মৃত্যু হয়।