পাঁশকুড়া: পাঁশকুড়া তমলুক রাজ্য সড়কের নারানদীঘি তে ভয়াবহ পথ দুর্ঘটনা,, নিয়ন্ত্রণ হারিয়ে লরি ঢুকে গেল বাড়িতে, মৃত 1
পাঁশকুড়া থানার অন্তর্গত পাঁশকুড়া পৌরসভা ১২ নম্বর ওয়ার্ড নারায়ণ দীঘিতে তমলুক পাঁশকুড়া রাজ্য সড়কের ধারে একটি বসত বাড়িতে রবিবার রাত্রি প্রায় - ১২:৩০ নাগাদ একটি ১০ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে , তমলুক জেলা হাসপাতাল নিয়ে যাবার পথে সুদর্শন সাঁতরা (৫২) নামে এক ব্যাক্তির মৃত্যু হয় ওনার স্ত্রী মঞ্জু সাঁতরা (৪৮) আহত অবস্থায় হসপিটালে ভর্তি।এলাকায় শোকের ছায়া।