রঘুনাথপুর ২: স্বচ্ছ প্রক্রিয়াতে SIR করার দাবিতে রঘুনাথপুর ২ব্লকের BDOকে ডেপুটেশন দেওয়া হল বিজেপির পক্ষ থেকে,উপস্থিত বিধায়ক
দলীয় নির্দেশ মত সোমবার দুপুরে পুরুলিয়ার পাড়া বিধানসভার রঘুনাথপুর ২ব্লকের বিডিওকে চুক্তিভিত্তিক ব্যক্তিদের SIR ফর্ম আপলোড করা চলবে না। স্বচ্ছ প্রক্রিয়াতে SIR করার দাবিতে ডেপুটেশন দিল পাড়া ১ ও ২ মন্ডল বিজেপির পক্ষ থেকে।উপস্থিত ছিলেন এলাকার তথা পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি,জেলা বিজেপির সম্পাদক দীনবন্ধু চক্রবর্তী,পাড়া বিধানসভার কনভেনার শীতল নাগ,পাড়া মন্ডল ১এর মন্ডল সভাপতি বিশ্বজিৎ মন্ডল, ও ২এর মন্ডল সভাপতি সঞ্জয় বাস্কে সহ অন্যান্যরা।