সাঁইথিয়া: সাঁইথিয়ায় SIR সহায়তা শিবিরে ভোটারদের ভিড়
বাংলার ভোটাধিকার সুরক্ষায় সাঁইথিয়া ব্লকের ছয়টি অঞ্চলে SIR সহায়তা কেন্দ্রগুলোতে আজ ছিল উল্লেখযোগ্য ভোটার উপস্থিতি। সাধারণ মানুষের সমস্যা সমাধানে তৎপর ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এমডি সাবের আলী খান, সঙ্গে উপস্থিত ছিলেন BLA-রা এবং অন্যান্য ভোট আধিকারিকেরা। ভোটারদের সহায়তা ও সচেতনতা বাড়াতে দিনভর চলেছে পরামর্শ ও নথি যাচাইয়ের কাজ আজ রবিবার বিকেল চারটে