রাইপুর: ফুলকুশমায় ঝাড়গ্রাম বাঁকুড়া ন নম্বর রাজ্য সড়ক অবরোধ, প্রায় ঘণ্টা চারেক ধরে আটকে মালগাড়ি ও যাত্রীবাহী বাস
Raipur, Bankura | Apr 22, 2024 ফুলকুশমায় ঝাড়গ্রাম বাঁকুড়া ন নম্বর রাজ্য সড়ক অবরোধ স্থানীয়দের। প্রায় ঘণ্টা চারেক ধরে আটকে মালগাড়ি ও যাত্রীবাহী বাস। বার বার চেষ্টা করেও অবরোধ তুলতে ব্যর্থ হন স্থানীয় পুলিশ। পরে ঘটনাস্থলে আসেন বারিকুল থানার পুলিশ আধিকারিক কৃষ্ণেন্দু ঘোষ। তিনি দফায় দফায় আলোচনা করেন অবরোধকারীদের সাথে এবং শেষ মেষ ঘণ্টা চারেক পর অবরোধ তুলে নেন অবরোধকারীরা।