কোচবিহার ২: কোচবিহার চকচকা জুট ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে হাত কাটা গেল এক শ্রমিকের, চিকিৎসাধীন কোচবিহার মেডিকেল কলেজে
বুধবার কোচবিহার 2নং ব্লকের অন্তর্গত চকচকা শিল্প কেন্দ্রে অবস্থিত SM জুট মিলে কর্মরত এক মহিলা শ্রমিক আজমা বিবি কাজ করতে যাওয়ার সময় কোন কারণবশত তার হাত কাটা যায়। পরবর্তীতে তড়িঘড়ি তার সহকর্মীরা তাকে উদ্ধার করে এবং কোচবিহার MJNমেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে আসে চিকিৎসার জন্য। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।ওই মহিলা শ্রমিকের সঙ্গে দেখা করতে যান INTTUCকোচবিহার জেলা সভাপতি রাজেন্দ্র কুমার বৈধ। তিনি ওই শ্রমিকের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।