নবদ্বীপ: প্রতাপনগর এলাকা থেকে উদ্ধার এক বৃদ্ধের ঝুলন্ত দেহ,ময়নাতদন্তের জন্য শক্তিনগর মর্গে পাঠালো পুলিশ
Nabadwip, Nadia | Nov 16, 2025 মৃত বৃদ্ধের নাম অসিত দেবনাথ ওরফে কুশ(৬০)বাড়ি প্রাচীন মায়াপুর মহাপ্রভু কলোনী এলাকায়,সূত্রের খবর প্রতিদিনের মতো এদিনও ঘুম থেকে উঠে অসিত দেবনাথ নামক ওই বৃদ্ধ বেরিয়েছিলেন প্রাতঃ ভ্রমণ করতে,এরপর বেলা হয়ে গেলেও নির্দিষ্ট সময়ে বাড়িতে না ফেরায় চিন্তিত হয়ে ওঠে পরিবারের সদস্যরা,পরে পরিবারের লোকেরা জানতে পারে ওই বৃদ্ধের এক বন্ধুর বাড়িতে চালা ঘরের নিচে ঝুলছে তার দেহ,খবর পেয়ে বৃদ্ধের দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।