বালি-জগাছা: হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা ,গ্রেফতার এক
হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। গতকাল এক ব্যক্তি হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল। সেই সময় কর্তব্যরত আরপিএফ জওয়ানদের সন্দেহ হয়। ওই যাত্রীকে আটক করে তার ব্যাগ পরীক্ষা করলে নগদ ৩৭ লক্ষ ৬৪ হাজার টাকা উদ্ধার হয়। এই টাকার সাপেক্ষে তাকে কাগজপত্র চাওয়া হলে ওই যাত্রী কোন কাগজপত্র দেখাতে পারিনি। এরপরই সমস্ত টাকা বাজেয়াপ্ত করে আরপিএফ। পরে তাকে গ্রেফতার করা হয়েছে।