চোপড়া: চোপড়ায় বিস্ফোরক প্রতারণা! বিধবা শ্বাশুড়িকে ‘মা’ বানিয়ে বহু আগেই ভোটার তালিকায় পুত্র পরিচয় নিয়েছিল জামাই
চোপড়ায় বিস্ফোরক প্রতারণা! বিধবা শ্বাশুড়িকে ‘মা’ বানিয়ে বহু আগেই ভোটার তালিকায় পুত্র পরিচয় নিয়েছিল জামাই — SIR ফর্ম হাতে নিয়েই ফাঁস কাণ্ড, আতঙ্কে পরিবার SIR নিয়ে রাজনৈতিক তরজা যখন তুঙ্গে, ঠিক তখনই চোপড়া থেকে সামনে এল আরও এক চাঞ্চল্যকর ঘটনা। পাঁচ কন্যার বিধবা জননী অঞ্জলি বিশ্বাস এতদিন টেরই পাননি—তার চতুর্থ জামাই অমৃত বিশ্বাস বহু আগেই গোপনে কাগজে-কলমে নিজেকে ‘শ্বাশুড়ির ছেলে’ বানিয়ে ভোটার তালিকায় নাম তুলে রেখেছে! SIR ফর্ম হাতে পাওয়ার সঙ্গেই ফাঁস হয় এই গোপন প্