আলিপুরদুয়ার ১: হাইকোর্টের রায়ে মুকুল রায়ের MLA পদ খারিজ হতেই আলিপুরদুয়ার MLA সুমন কাঞ্জিলালকে হুশিয়ারি শুভেন্দু অধিকারীর
দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট।২০২১ সালের রাজ্যে বিধানসভা নির্বাচনের পর ১১ জুন মুকুল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় দলত্যাগ বিরোধী আইনে তাঁর বিধায়ক পদ খারিজের আবেদন করেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় সেটা খারিজ হলেও।এই নিয়ে মামলা হয়।এদিন সেই মামলার রায় হয়।আর মুকুল রায়ের বিধায়ক পদ যাওয়ার পর শুভেন্দু অধিকারীর মন্তব্যের জোর আলোচনা শুরু হয়েছে আলিপুরদুয়ার জুড়ে।