খানাকুল ১: নিজের বিধানসভা কেন্দ্রে বস্ত্রবিতরণ কর্মসূচি ও পথসভা পুরশুড়া বিধায়কের
নিজের বিধানসভা কেন্দ্রে বস্ত্রবিতরণ কর্মসূচি ও পথসভা পুরশুড়া বিধায়কের।রবিবার পুরশুড়া বিধানসভার অন্তর্গত রামমোহন 1নং গ্রাম পঞ্চায়েতের সারদা গ্রামে বস্ত্রবিতরন করেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ।জানা গেছে,নিজের ব্যক্তিগত উদ্যোগে এদিন এলাকার শতাধিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলেদেন বিধায়ক।এই কর্মসূচি শেষে এলাকাতে একটি পথসভা করেন তিনি।বিধায়ক বলেন,বর্তমান সময়ে যেভাবে পশ্চিমবঙ্গ চলছে তার বাস্তব চিত্র এদিন গ্রামবাসীর কাছে তুলে ধরা হয়েছিল পথসভার মধ্যে থেকে।