ডোমকল: কুঠির মোড় পেট্রোল পাম্প এলাকায় স্করপিও ও টোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ। গুরুতর আহত হলো এক টোটো যাত্রী
স্করপিও ও টোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ। গুরুতর আহত হলো এক টোটো যাত্রী। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল কুটির মোড় পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্র মারফত জানতে পারা যায় একটি টোটো গাড়ি যাত্রী নিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি scorpio গাড়ির সঙ্গে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে টোটো গাড়ি উল্টে যায়। এবং গুরুতর আহত হয় টোটো যাত্রী।