কুমারগ্রাম: দুই কর্মসূচিকে সামনে রেখে বারবিশায় সন্তানদলের বৈদিক পথসভা অনুষ্ঠিত হল, উপস্থিত কেন্দ্রীয় নেতৃত্ব
বুধবার বারবিশায় সন্তানদলের বৈদিক পথসভা অনুষ্ঠিত হল। বারবিশার তিনবাত্তি মোড়ে সন্তানদলের কার্যালয়ের সামনে পথসভাটি করা হয়। জানা গিয়েছে, আগামী ১৭ নভেম্বর জলপাইগুড়ির মণ্ডলঘাটে বালক ব্রহ্মচারী মহারাজের ১০৬তম কর্মী দিবস উপলক্ষে মহামিছিল ও বৈদিক সঙ্গীতানুষ্ঠান হবে। এছাড়াও নিশিগঞ্জে সন্তানদলের দুই কর্মীর আক্রান্ত হওয়ার প্রতিবাদে আগামী ১৪ ডিসেম্বর নিশিগঞ্জে প্রতিবাদ মিছিল ও জনসভা করবে সন্তানদল। ওই দুই কর্মসূচিকে সামনে রেখে এদিন বারবিশায় পথসভা করা হয়।