খাতড়া: খাতড়া থানার পুলিশ টিম ও বাঁকুড়া জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্মকর্তারা যৌথ ভাবে খাতড়া বাজার পরিদর্শন করলেন
Khatra, Bankura | Nov 16, 2025 আজ খাতড়া থানার একটি পুলিশ টিম এবং বাঁকুড়ার ডিস্ট্রিক এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্মকর্তারা যৌথভাবে খাতড়া বাজার এলাকায় বিশেষ করে খাদ্যশস্য, সবজি বিক্রেতা, মিষ্টির দোকান এবং সার দোকানগুলিতে পরিদর্শন করেন, যাতে কোথাও অতিরিক্ত দাম নেওয়া না হয়।সেই বিষয়ে তারা খতিয়ে দেখেন।