কামতাপুর স্টেড ডিমান্ড কাউন্সিলের পক্ষ থেকে কামতাপুর রাজ্য দাবিতে শালকুমারে অনশন কর্মসূচি শুরু হলো বুধবার।এদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত সেখানে অনশন কর্মসুচি ছিল। শালকুমার বাসস্ট্যান্ড এলাকায় ওই কর্মসুচি শুরু হয়েছে।পৃথক কামতাপুর রাজ্য কিংবা গ্রেটার কোচবিহার রাজ্য পুনর্গঠনের দাবিতে ওই সংগঠণ আগেও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে।বুধবার থেকে জেলার বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ, অনশন কর্মসূচি শুরু হয়েছে।